বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী ভারত তাদের দেয়া আশ্বাস ঠুনকো প্রমাণ করতে
টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের জন্যে এই বাঁধকে একটি
মৃত্যুফাঁদ হিসেবে তুলনা করা চলে। এতে করে সুরমা কুশিয়ারা সহ দেশের সমগ্র
নদী-ব্যবস্থায় ভয়বহ বিরুপ প্রভাব পরতে যাচ্ছে। দেশের আপামর (সরকার ছাড়া)
জনগন এই বাঁধের বিরুদ্বে সোচচার। দেশ বাঁচানোর এই সর্বব্যাপী অনমিছিলে
নিজেদের সংহতি জানাতে গত ৩'রা ডিসেম্বর বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন
জাতীয় প্রেসক্লাবের সামনে এই টিপাইমুখ বাঁধ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে
একটি মানব বন্ধনের আয়োজন করে। এতে বাংলাদেশের ১৫ জন কার্টুনিস্টের ১৭ টি
কার্টুন ছিল।(নিচে তার কিছু দেয়া হল)
জাতীয় প্রেসক্লাবের সামনে কার্টুনিস্টদের টিপাইমুখ বাঁধ বিরোধী প্রতিবাদ। বাম দিক থেকে কার্টুনিস্ট আবু হাসান, রকিবুল হাসান,জুনায়েদ আজীম, মোরশেদ হাসান, মেহেদী হক, তাসনীম, আহসান হাবীব, নাসরিন সুলতানা। |
কার্টুনিস্ট আহসান হাবীব। |
তুলি |
টিপু |
মেহেদী |
রকি |
শাহরিয়ার শরীফ |
তারিক |
তারিক |
তন্ময় |
রাজীব |
পলাশ |
মিতু |
মেহেদী |
মেহেদী |
জূনায়েদ |
আবু |
খলিল |
রায়হান |
kono chobi te shalar ami nai!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete