Friday, June 2, 2017

BANCARAS ইফতার ২০১৭

অনেক অনেক দিন পরে আবার (প্রায়) সব কার্টুনিস্ট মিলেছিল কারওয়ানবাজারের হোটেল সুপার স্টারে। সেই চিরাচরিত কাবাব থাকলে চা নাই, চা থাকলে বিরিয়ানী হবে না, সব থাকলে হালিম পাওয়া যাবে না ইত্যাদী স্টার কাবাবীয় যোগ বিয়োগ গুণ ভাগ শেষ করে শেষ মেশ ১৩ জন কার্টুনিস্ট ঠিকই মিলেছিলেন আজকের ইফতারীতে। এসোসিয়েশনের বর্তমান সভাপতি জাহিদ হাসান বেনু ভাইয়ের নেতৃত্বে সবাই মন দিয়ে চিকেন কাবাব, চিকন কাবাব ইত্যাকার নিয়ে খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে কয়েকটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়। এগুলি নিম্নরূপ-

১. BANCARAS এর প্রদর্শনী এবার হবেই হবে
২. স্পন্সর না পেলে (পাবার সম্ভাবনা ক্ষীণ) নিজেরাই করে ফেলা হবে।
৩. প্রদর্শনী হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে।
৪. প্রদর্শনীর প্রথম পছন্দনীয় ভেন্যু দৃক গ্যালারি।
৫. প্রদর্শনীর কার্টুনের বিষয় হবে শব্দ দূষণ অথবা খাদ্যে ভেজাল।

গ্যালারি

অবশেষে গোল টেবিল পাওয়া যাওয়াতে এই প্রথম গোলটেবিল বৈঠক হল এসোসিয়েশনের

সবুজ হিমুঃ তারিক সস্ত্রীক ও কন্যাসমভিব্যাহারে (তিন চিকেন-গুনিয়া গুনিয়া সাবাড় করেছে আজ)

দুই বছর ধরে কার্টুন প্রদর্শনী না হওয়াতে সবাই মুখ থমথমে, এক পর্যায়ে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন কার্টুনিস্ট মামুন হোসাইন।

গোল টেবিল জোগাড় হলেও চেয়ার সংকুলান না হওয়াতে জুনিয়রদের দাঁড়িয়ে থাকতে হয়, প্রতিবাদে তারা অচিরেই নিউ বাঙ্কারাস খুলবে বলে বিড়বিড় করে হুমকী দেয়। এবং ইফতার শেষ করার আগেই তারা 'আমরা ওয়ান্ডার উমেন দেখতে গেলাম' ছূতা দেখিয়ে চলে যায়।

দুই টেবিলের মাঝে বসে কোন প্লেটই ঠিক মত রাখতে না পেরে নিজের রাগ সামলাতে রাগ প্র্যাকটিসরত কার্টুনিস্ট রাজীব।