Thursday, October 18, 2012

বাংলাদেশ কার্টুন ফেস্ট ২০১২


অবশেষে এসোসিয়েশন তার প্রতিশ্রুত কার্টুন মেলার আয়োজন করতে যাচ্ছে। এই প্রথমবারের মত একটি কার্টুন প্রদর্শনীতে কোন স্পন্সর পাওয়া গেল। তাদের ধন্যবাদ (যথাসময়ে তাঁদের নাম ও ধাম জানানো যাবে।) সামনের নভেম্বারের ১৫-১৯ দৃক গ্যালারির দুই ও তিনতলা জূড়ে বাংলাদেশের প্রথম কার্টুন মেলা শুরু হতে যাচ্ছে। এবারের বৈশিষ্ট্য হল প্রদর্শনীতে তিনটা বিভাগ থাকবে।
১। কার্টুন
২। ক্যারিকেচার
৩।এনিমেশন

শুধু ক্যারিকেচারের চল বাংলাদেশে প্রায় নেই বললেই চলে, আর সেই সাথে দেশে যে এখন এনিমেশন হয় সেটাও অনেকেই জানেন না। আশা করা যায় এবারে এই দুইটি জনপ্রিয় ধারার একটা পাব্লিক ডিসপ্লে সম্ভব হবে। সেই সাথে অনুষ্ঠান আরো প্রাণবন্ত করতে বেশ কিছু লাইভ ইভেন্ট (লাইভ ক্যারিকেচার, এনিমেশন শো, কাটআউট ফটোগ্রাফি) থাকছে।

এবারে কার্টুন মেলাটা শুরু হচ্ছে শুধু, পরেরবার এর ব্যপকতা ও বৈচিত্র্য দুই-ই আরো বাড়ানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। সুতরাং-
stay tuned

No comments:

Post a Comment