Sunday, December 18, 2011

AGM (Annual GHOOM Meeting)

আসছে ৩০'শে ডিসেম্বর,ঢাকার সায়েন্স ল্যাব মোড়ের স্টার কাবাবের দুই তলায় বেলা ৩ টায়, বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সভায় ব্যাপক খানাপিনার সাথে কিছু কাজের কথাও হবে। যেমন,
১। সিরিয়াস আড্ডা (দেশ ও দশ , নাম ও যশ)
২। ২০১১ সালে এসোসিয়েশনের কার্যক্রমের পর্যালোচনা
৩। গঠনতন্ত্রের সর্বশেষ খসড়া উত্থাপন ও ছাপাখানায় প্রেরণের পরিকল্পনা
৪। আসন্ন কার্টুন প্রদর্শনী ২০১২ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ
৫। ২০১২ সালে এসোসিয়েশন থেকে কী করা যায় তা নিয়ে আলোচনা
৬। বাৎসরিক সদস্য চাঁদা ১০০০ টাকা (মাত্র) সংগ্রহ

(শেষের পয়েন্ট টার ফন্ট 6 point এ হবে)

Friday, December 16, 2011

টিপাইমুখ বাঁধ বিরোধী কার্টুন প্রতিবাদ


 বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী ভারত তাদের দেয়া আশ্বাস ঠুনকো প্রমাণ করতে টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের জন্যে এই বাঁধকে একটি মৃত্যুফাঁদ হিসেবে তুলনা করা চলে। এতে করে সুরমা কুশিয়ারা সহ দেশের সমগ্র নদী-ব্যবস্থায় ভয়বহ বিরুপ প্রভাব পরতে যাচ্ছে। দেশের আপামর (সরকার ছাড়া) জনগন এই বাঁধের বিরুদ্বে সোচচার। দেশ বাঁচানোর এই সর্বব্যাপী অনমিছিলে নিজেদের সংহতি জানাতে গত ৩'রা  ডিসেম্বর বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন জাতীয় প্রেসক্লাবের সামনে এই টিপাইমুখ বাঁধ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি মানব বন্ধনের আয়োজন করে। এতে বাংলাদেশের ১৫ জন কার্টুনিস্টের ১৭ টি কার্টুন ছিল।(নিচে তার কিছু দেয়া হল)


জাতীয় প্রেসক্লাবের সামনে কার্টুনিস্টদের টিপাইমুখ বাঁধ বিরোধী প্রতিবাদ। বাম দিক থেকে কার্টুনিস্ট আবু হাসান, রকিবুল হাসান,জুনায়েদ আজীম, মোরশেদ হাসান, মেহেদী হক, তাসনীম, আহসান হাবীব, নাসরিন সুলতানা।



কার্টুনিস্ট আহসান হাবীব।





তুলি
টিপু


মেহেদী
রকি

শাহরিয়ার শরীফ

তারিক

তারিক

তন্ময়

রাজীব

পলাশ

মিতু

মেহেদী

মেহেদী

জূনায়েদ

আবু

খলিল

রায়হান