|
এসোসিয়েশনের আরেক সাফল্য। যুগ্ম সাধারণ সম্পাদক এম।এ। কুদ্দুস ভাই (বামে) আর সভাপতি জাহিদ হাসান বেনুর প্রথম দেখা! |
|
আড্ডা-সেলফি |
|
পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের জন্যে বেনু ভাই কে চশমা দেয়া হল মিটিং এর মাঝামাঝি সময়। |
আসছে বাংলাদেশ কার্টুন ফেস্ট ২০১৫ নিয়ে কার্টুনিস্টদেরভ একটা আড্ডা হয়ে গেল গত ৬ অক্টবর। কারওয়ানবাজারের স্টার রেস্টুরেন্ট এ লাচ্ছি যোগে এই সভা শুরু হয়। এবং শেষ হয় চা (চিনিসহ ও চিনি ছাড়া) সহ। সভার প্রথমে দেশের বর্তমান পরিস্থিতিতে অতিসত্বর কার্টুনিস্টদের একটা দিনব্যাপী পিকনিক অতি জরুরী বলে সর্বসম্মতিক্রমে লিপিবদ্ধ করা হয়। এবং সেটা যমুনা রিসোর্ট, পদ্মা রিসোর্ট না গাজিপুর সাফারী পার্ক এ হবে এ নিয়ে গম্ভীর আলোচনা হয়। শেষে এবারে প্রদর্শনীতে কী থাকতে পারে না পারে তা নিয়ে দ্রুত কিছু কথাবার্তার পরে সবাই আড্ডাস্থল ত্যাগ করেন।
মাত্র এক বছরে দুইবার এভাবে কার্টুনিস্টেরা একত্রে আড্ডা দিতে পেরে নিজেদের সাফল্যে পুলকিতচিত্তে যার যার ডেরায় ফেরেন।