Sunday, June 6, 2010
সাপ্তাহিক বুধবার থেকে
নিউ এইজের অপ্রকাশিত কার্টুন
ঢাকার একাধিক অভিজাত ক্লাব (ঢাকা,গুলশান) লোডশেডিং এর এই ভয়ংকর সময়ে ফ্লাড লাইট জ্বালিয়ে রাতে লন টেনিস খেলছে। অভিযোগ কোর্ট পর্যন্ত গেলে মহামান্য হাই কোর্ট অবশেষে রায় দিলো- 'উহারা খেলিতে পারিবে'
এইটা আঁকার মাঝে চারবারের মত কারেন্ট গেছে। তবে শেষ মূহুর্তে নিউ এইজ কর্তৃপক্ষ স্থান সংকটের কারণে এইটা ছাপে নাই।
অংকনকাল ০৬.০৫.২০১০
Subscribe to:
Posts (Atom)